Khoborerchokh logo

পীরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি-মেডিকেল ক্যাম্পিং ও কম্বল বিতরণ 99 0

Khoborerchokh logo

পীরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি-মেডিকেল ক্যাম্পিং ও কম্বল বিতরন

মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে
 রংপুরের পীরগঞ্জে শীতকালীন প্রশিক্ষণ ২০২০/২০২১ উপলক্ষ্যে সেনাবাহিনীর তত্বাবধানে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা সদর ইউনিয়নের বাজিতপুর আমিনিয়া উ”চ বিদ্যালয় মাঠে ক্যাম্পিং এ শীতার্তদের মাঝে কম্বলও বিতরন করা হয়।
 সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,রংপুর সেনানিবাস ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে ৭২ পদাতিক ব্রিগেড এর তত্বাবধানে ৩৪ ইষ্ট বেঙ্গল (মেকঃ) ও ১০ ফিল্ড এ্যাম্বুলেন্সের পরিচালনায় পীরগঞ্জে দিনব্যাপী ফ্রি-চিকিৎসা সেবা দেয়া হয়।বুধবার সকাল থেকে উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্থানে থেকে রোগীরা আসতে শুরু করে।ওই ক্যাম্পে শিশু,গাইনী,সার্জারী ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা ৪’শতাধিক রোগীকে বিনামুল্যে ওষুধ ও চিকিৎসাপত্র দিয়েছেন।সার্জারী বিশেষজ্ঞ ক্যাপ্টেন ডাঃ মোছাদ্দেক হোসেন বলেন,এখানে সার্জারী রোগীদের চিহ্নিত করে ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে।আর অন্যান্য রোগীদের ওষুধও দেয়া হচ্ছে।ক্যাপ্টেন (এ্যাডমিন) কামরুল ইসলাম বলেন,করোনার পর থেকেই সেনাবাহিনীর তত্বাবধানে সাপ্তাহিক মেডিকেল ক্যাম্পেইনের অংশ হিসেবে পীরগঞ্জে ফ্রি-মেডিকেল ক্যাম্প করা হলো।এর আগে রংপুরের বদরগঞ্জ,তারাগঞ্জ ও রংপুর সদর উপজেলায় ওই চিকিৎসা সেবা দেয়া হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com